• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

শিক্ষা

কালীগঞ্জে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাজীপুর জেলা শাখার আয়োজনে এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সামিয়া।

উপজেলার ছৈলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মানুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র, তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিউনি বার্নারেট রোজারিও প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads